চলচ্চিত্র অঙ্গনে নাম লিখিয়ে মাত্র অল্প দিনেই আলোচনায় এসেছেন নায়ক জায়েদ খান। আলোচিত এই নায়ক এবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিচ্ছেন। চলচ্চিত্র শিল্পের অনিয়ম দূরীকরণ এবং বাংলা সিনেমাকে শক্ত অবস্থানে দাড় করাতেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে জায়েদ খান বলেন, আমি শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে নির্বাচন করব। এখন সেই প্রস্তুতি নিচ্ছি। কারণ চলচ্চিত্র শিল্পের অনিয়মগুলো আমরা দূর করতে চাই। সেক্ষেত্রে সবাইকে অবশ্যই এক হতে হবে।
এদিকে সাধারণ ভোটাররাও চাইছেন তিনি নির্বাচনে আসুক। কারণ নতুনদের পথচলায় সবাই স্বাগত জানাবে।
বর্তমানে বেশ কয়েকটি ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন জায়েদ। এর মধ্যে রয়েছে- মোস্তাফিজুর রহমান বাবুর ‘হৃদয় ছোঁয়া ভালোবাসা’, রাকিবুল ইসলাম রাকিবের ‘মনের রাজা’, চিত্রনায়ক রুবেলের ‘মিশন সিক্স’ ও ‘আগুনের চোখে প্রেম’।
এছাড়া মালেক আফসারীর ‘অন্তর জ্বালা’ ছবিটি সেন্সরে যাচ্ছে। ছবিতে নায়ক মান্নার এক পাগল ভক্ত হিসেবে দেখা যাবে জায়েদকে। মূলত ছবিতে মান্নার মৃত্যুর পরবর্তী ও তার জনপ্রিয়তাকে উপস্থাপন করা হয়েছে। ছবিটি আগামী ১৬ ডিসেম্বর মুক্তি পাবে।
বিডি প্রতিদিন/২৮ অক্টোবর ২০১৬/হিমেল