আমেরিকান গায়ক-গীতিকার বব ডিলান এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পান। কিন্তু তিনি এ নোবেল পুরস্কার গ্রহণ করবেন কি-না তা নিয়ে সংশয় দেখা গিয়েছিল। কারণ এ নিয়ে এতোদিন কোন মন্তব্য করেননি তিনি। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সুইডিশ অ্যাকাডেমিকে ৭৫ বছর বয়সী এই শিল্পী জানালেন, আগামী ১০ ডিসেম্বর সুইডেনের স্টকহোমে গিয়ে পুরস্কারটি গ্রহণ করবেন।
গত ১৩ অক্টোবর সাহিত্যে নোবেল পুরস্কার জয়ী হিসেবে বব ডিলানের নাম ঘোষণা করা হয়। আমেরিকার সংগীত ঐতিহ্যে নতুন কাব্যিক অভিব্যক্তি সৃষ্টির জন্য তাকে এ স্বীকৃতি দেওয়া হচ্ছে।
কিন্তু সুইডিশ অ্যাকাডেমি অনেক চেষ্টা করেও বব ডিলানের কাছ থেকে নোবেল গ্রহনের ব্যাপারে কোনো সাড়া পাচ্ছিলেন না। এ কারণে অনিশ্চয়তা দেখা দিয়েছিলো তার নোবেল পুরস্কারের আট মিলিয়ন ক্রাউন (৯ লাখ মার্কিন ডলার) নিয়ে। আয়োজকদের একজন মন্তব্য করেন, এই নিরবতা এক ধরনের ‘অভদ্রতা ও ঔদ্ধত্যপূর্ণ।’
শেষ পর্যন্ত মুখ খুলেছেন ডিলান। নোবেল ফাউন্ডেশন শুক্রবার (২৮ অক্টোবর) এক বিবৃতিতে উল্লেখ করেছে, চলতি সপ্তাহে সুইডিশ অ্যাকাডেমির পারমানেন্ট সেক্রেটারি সারা ডেনিয়াসকে পুরস্কারটি গ্রহণ করবেন বলে জানান তিনি। তিনি আরও জানান, ‘নোবেল পুরস্কার পাওয়া খবর আমাকে হতবাক করে দিয়েছে! এই সম্মান আমার জন্য বড় প্রাপ্তি।’
এদিকে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে বব ডিলান জানান, "সম্ভব হলে নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে চেষ্টা করবো তএই পুরস্কার অসাধারণ, অবিশ্বাস্য। সত্যি বিশ্বাস হচ্ছে না। এমন কিছু পাওয়ার স্বপ্ন সবাই দেখে"
বিডি-প্রতিদিন/৩০ অক্টোবর, ২০১৬/তাফসীর