বিচ্ছেদ যখন হয়েই গেছে, তখন দাম্পত্যে জীবনের স্মৃতিবিজড়িত বাড়িটা রেখে দেওয়ারও কোনও মানে হয় না। তাইতো ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলি নিউ অর্ল্যান্ডো-তে তাদের বিলাস বহুল বাড়িটি বিক্রি করে দিলেন ।
২০০৭ সালে এই বাড়িটি কিনেছিলেন তারকা দম্পতি। ৭৬৪৫ বর্গফুটের এই বাড়িতে কোন কিছুরই অভাব ছিলনা। সুইমিং পুল, গল্ফ কোর্স, জিমন্যাশিয়াম এবং আমোদপ্রমোদের যাবতীয় ব্যবস্থাই ছিল এই বাড়িতে। সেই সঙ্গে রয়েছে একটি হেলিপ্যাডও।
প্রাসাদসম এই বাড়ি কত টাকায় বিক্রি করলেন এই তারকা দম্পতি সে কথা জানার কৌতুহল সৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। জানা গেছে বাংলাদেশি টাকায় হিসেব করলে এই দম্পত্তি বাড়ির দাম হাকিয়েছিলেন ৩২৭ কোটি টাকা। এই দামেই বিক্রি করেছেন তারা বাড়িটি। তবে কে বা কারা এই বাড়ি কিনেছেন তা এখন পর্যন্ত জানা যায়নি।
বিডি-প্রতিদিন/৩০ অক্টোবর, ২০১৬/তাফসীর-২০