৪৭তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার ‘ইনডিয়ান প্যানারমা’ বিভাগে মনোনয়ন পেয়েছে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘শঙ্খচিল’। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ভারতীয় নির্মাতা গৌতম ঘোষ।
ভারতের গোয়ার পানাজীতে আগামী ২০-২৮ নভেম্বর ২০১৬-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফ,ফি) ৪৭তম আসর। আর সেখানেই মনোনয়ন পেয়েছে বাংলাদেশ ও ভারতের সীমান্ত জনপদের সমস্যা নিয়ে নির্মিত ‘শঙ্খচিল’ চলচ্চিত্র। এতে অভিনয় করেছেন প্রসেনজিৎ, কুসুম শিকদার, সাঁঝবাতি, মামুনুর রশিদ, প্রিয়াংশু চ্যাটার্জি, দিপঙ্কর দে, রাজেশ সিন্দে প্রমুখ।
ফিল্ম ফেস্টিভ্যালে ‘ইনডিয়ান প্যানারমা’ বিভাগে প্রদর্শিত হবে সালমান খানের ‘সুলতান’, সঞ্জয় লীলা বানসালীর ‘বাজিরাও মাস্তানী’, অক্ষয় কুমারের ‘এয়ার লিফ্ট’ প্রমুখ চলচ্চিত্র।
বিডি-প্রতিদিন/৩০ অক্টোবর, ২০১৬/মাহবুব-০৬/ আফরোজ