দিল্লিতে বন্ধুদের সঙ্গে দিওয়ালি পার্টিতে যোগদান শেষে ফেরার পথে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার পায়ে ব্যান্ডেজ দেখা গেছে। গুরুতর আহন না হলেও কোথায় কিভাবে আঘাত পেয়েছেন তা জানা যায়নি।
বলিউডন লাইফ ডটকমের খবরে বলা হয়েছে, শনিবার বন্ধুদের সঙ্গে দিওয়ালি পার্টিতে যোগ দিতে দিল্লি বিমানবন্দর ত্যাগ করেন পরিণীতি। এ সময় তার বাম পায়ের হাঁটুর সামান্য নিচে ব্যান্ডেজ দেখা যায়। তবে তিনি যে গুরুতর আঘাত পাননি তা অনেকটা নিশ্চিত। কারণ এ সময় তিনি খুব স্বাভাবিকভাবে হাঁটা চলা করছিলেন। এছাড়া তাকে বেশ হাসি খুশিও দেখাচ্ছিল।
পরিণীতি তার পরবর্তী তাকদুম সিনেমার ওয়ার্কশপ নিয়ে ব্যস্ত রয়েছেন। এতে সুশান্ত রাজপুতের সঙ্গে দেখা যাবে তাকে। ধারণা করা দিওয়ালি পার্টি নয়, এই সিনেমার ওয়ার্কশপ করতে গিয়েই তিনি পায়ে আঘাত পেয়েছেন।
বিডি-প্রতিদিন/৩০ অক্টোবর, ২০১৬/মাহবুব-১৬