সম্প্রতি বিভিন্ন কারণে বলিউড সুপারস্টার ক্যাটরিনা কাইফ পরপর আলোচনায় উঠে আসছেন। এবার নতুন ছবি ‘জগ্গা জাসুস’ ছবিতে ক্যাটরিনা কাইফ আরেকটি বিশেষ কারণে আলোচনায় আসতে পারেন। জানা যায়, এই ছবিতে তিনি যেসব পোশাক পরেছেন, সেগুলোর সবই প্রায় ইকো-ফ্রেন্ডলি। আর এক ইকো-ফ্রেন্ডলি স্টোর থেকেই পোশাকগুলো কেনা হয়েছে এই ছবির জন্য।
‘মামি’ ফিল্ম ফেস্টিভ্যালের এক আলোচনা সভায় ক্যাটরিনা নিজেই জানিয়েছেন এইসব কথা। ক্যাটরিনা জানান, 'পোশাকগুলো খুব সিম্পল এবং অরগ্যানিক।' যদিও পরিবেশ-বান্ধব পোশাকই এখন সবচেয়ে বেশি ফ্যাশনেবল বলে মনে করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার/17