বলিউডে একের পর এক চমক নিয়ে আলোচনায় ফিরছেন সাবেক পর্নোস্টার সানি লিওন। তেমনই এক চকম হলো, এই বছরের দিওয়ালি সেলিব্রেশনে বলিউড সুপারস্টার আমির খানের সঙ্গী ছিলেন সাবেক পর্নোস্টার সানি লিওন! সত্যি কী তাই? এমন প্রশ্ন ভক্তদের মনে জাগতেই পারে। মুম্বইতে বচ্চন পরিবারের দিওয়ালি পার্টির কথা আশা করি সকলেই জানেন। কিন্তু আমির খানও নিজের বাংলোতে দিওয়ালি পার্টি দেন। এটা হয়তো অনেকেই জানেন না। আর এবার স্বামী ড্যানিয়েল ওয়েবারকে সঙ্গে নিয়ে সেখানেই হাজির ছিলেন সানি লিওন। দিওয়ালিতে ট্র্যাডিশনাল পোশাকে সানির লুকটা পুরোই নাকি বদলে গিয়েছিল।
যদিও চলতি বছরের জানুয়ারিতে সানির একটি বিজ্ঞাপন নিয়ে নানা কথা উঠে ইন্ডাস্ট্রিতে। তবে আমির-সানির বন্ধুত্বের কথা কারো অজানা নয়। আর সেই সুবাধে সানিকে সমর্থনও করেছিলেন আমির। তাঁর শুটিংয়েও ডেকে নিয়েছিলেন সানিকে। শুটিংয়ের ফাঁকে একসঙ্গে লাঞ্চ করতে গিয়ে সিনেমা নিয়ে দু’জনের মধ্যে আলাপও হয়েছিল। তাই আমিরের দিওয়ালি পার্টিতে সানির আমন্ত্রণ থাকবে এমনটিই তো প্রত্যাশিত সানি ভোক্তদের।
বিডি প্রতিদিন/এ মজুমদার