প্রতিবারের মতো এবারের দীপাবলিতেও বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান নিজের বাড়িতে পার্টির আয়োজন করেছিলেন। পার্টিতে দেখা গেছে সাদা চিকন প্রিন্টের শাড়িতে, সাদামাটা সাজে বিদ্যা বালানকে। আরও ছিলেন সানি লিওন, অদিতি রাও হায়দরি। দীপাবলির জন্য রং বেছে নিয়েছিলেন অদিতি। কানে ঝুমকো আর স্লিং ব্যাগের বাইরে অতিরিক্ত কিছু করতেই হয়নি তাকে। সানি লিওনের সঙ্গে আমির আর কিরণের সম্পর্ক বেশ ভালো। কর্সেট ব্লাউজ আর লেহঙ্গা-স্কার্টে দিব্যি দেখাচ্ছিল সানিকে। আর হোস্ট হিসেবে কিরণ পরেছেন শাড়ি যা তার ব্যক্তিত্বের সঙ্গে পুরোই মানিয়ে গেছে।
দীপাবলির আয়োজনে পিছিয়ে ছিল না বচ্চন পরিবার। মণীশ মালহোত্রার পোশাকে ঐশ্বরিয়া রাইকে চমৎকার দেখাচ্ছিল। গোটা পার্টিতে তার পাশে ছিলেন স্বামী অভিষেক বচ্চন। তরুণ তাহিলিয়ানির অফ হোয়াইট জর্জেট শাড়িতে অমিতাভ বচ্চনের পার্টির জৌলুস বাড়িয়েছেন ক্যাটরিনা কাইফ। সনাতনী সাজে পার্টিতে যোগ দিয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। বার্ড প্রিন্টের বেনারসী প
ছিলেন তিনি। সঙ্গে মানানসই ভারী গয়না। বচ্চনদের পার্টিতে আরও ছিলেন পরিণীতি চোপড়া, তাপসী পন্নু, কঙ্কনা সেন শর্মা, রিচা চড্ডা, মালাইকা অরোরা খান, ডায়ানা। কালো জমকালো শাড়ি পরেছিলেন বিপাশা বসু। সুন্দরীদের ভিড়ে নজর কেড়েছেন রণবীর কাপুর আর আদিত্য রায় কাপুর। তবে পার্টিতে ক্যাটরিনা কাইফ আর রণবীর কাপুর মুখোমুখি হয়েছিলেন কি না সেটা এখনও জানা যায়নি।
বিডি-প্রতিদিন/ ০১ নভেম্বর, ২০১৬/ আফরোজ-০৫