আমির খানের বাড়িতে খাটে বসে কিরণ রাওয়ের সঙ্গে তাস খেলছেন বলিউড বাদশাহ শাহরুখ। মজা দেখছেন গৌরী খান। ছবিটি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গেছে। দীপাবলির দিন পার্টি দিয়েছিলেন আমির। সেখানেই আমিরের স্ত্রী কিরণের সঙ্গে তাস খেলায় মেতে ওঠেন শাহরুখ। খবর আজকালের।
দীর্ঘ ক্যারিয়ারে এক ছবিতে আমির-শাহরুখ অভিনয় করেননি কখনও। কারণ নাকি আত্মসম্মান বজায় রাখার লড়াই। এক ফ্রেমেও সচরাচর ধরা দেন না তারা। আমির আর শাহরুখ যে বন্ধু, এই দাবিও কেউ কখনও করেননি। তাই দীপাবলির দিন আমিরের অন্দরমহলের এ ছবি রীতিমতো চমকে দিয়েছে সবাইকে।
আমিরের ওই পার্টিতে যোগ দিয়েছিলেন সানি লিওন, ইমরান খানও। স্ত্রী গৌরীকে নিয়ে হাজির হন শাহরুখ। পার্টির এক পর্বে বসে তাসের জমজমাট আসর। ছবি দেখে স্পষ্ট, সিনেমার মতো তাতেও মাতিয়ে দিচ্ছেন কিং খান। কিরণ আর শাহরুখের খেলা উপভোগ করেছেন আগত সব অতিথি। তবে ছবিটিতে আমিরকে দেখা যায়নি।
বিডি প্রতিদিন/১ নভেম্বর, ২০১৬/ফারজানা-০৭