'বেওয়াচ' ছবি দিয়ে হলিউডের বড় পর্দায় প্রিয়াঙ্কা চোপড়ার অভিষেক হয়েছে- এটা পুরনো খবর। ছবিটির একাধিক পোস্টার প্রকাশ করা হয়েছে এরইমধ্যে। কিন্তু প্রিয়াঙ্কা ভক্তদের বেশ মন ভারি ছিল তখন থেকেই। কারণ কোনও পোস্টারেই প্রিয়াঙ্কা ছিলেন না। পরে এ নিয়ে বিতর্কও শুরু হয়। তবে নির্মাতা পক্ষ থেকে জানানো হয়, প্রিয়াঙ্কার জন্য আলাদা করেই পোস্টার প্রকাশ করবেন তারা।
সেই থেকে শুরু অপেক্ষা। যার শেষ হলো এবার। প্রিয়াঙ্কাকে নিয়েই আলাদা পোস্টার প্রকাশ করা হয়েছে। যেখানে অন্য কারও স্থান হয়নি। কিন্তু যারা অল্পতেই ভয় পান, তারা নিশ্চয়ই এই পোস্টারটিই দেখে ভয় পাবেন। পোস্টারে সেই চিরচেনা প্রিয়াঙ্কা নন, তাকে দেখা যাচ্ছে রক্তচোষা বাদুড়ের রূপে। পেছনে বাদুড়ের মতো পাখাও আছে। মুখ থেকে গড়িয়ে পড়ছে রক্ত। মাথায় বড় বড় দুই সিং।
'বেওয়াচ' ছবিটিতে প্রিয়াঙ্কা খল চরিত্রে কাজ করেছেন। তাই তার পোস্টারটিও যাতে দর্শকদের মধ্যে ভয় ও কৌতূহল সৃষ্টি করে সেভাবেই তৈরি করা হয়েছে। 'বেওয়াচ' ছবিতে প্রিয়াঙ্কার চরিত্রের নাম ভিক্টোরিয়া লিডস। পোস্টারটিতে লেখা আছে, 'গো অ্যাহেড অ্যান্ড বি ব্যাড'।
বিডি প্রতিদিন/১ নভেম্বর, ২০১৬/ফারজানা-১৫