কবির খানের পরিচালনায় 'টিউবলাইট' ছবিতে সালমান খানের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে বলিউড কিং শাহরুখ খানকেও। সম্প্রতি এ তথ্য জানা গেছে। চরিত্রটিতে শত্রুগ্ন সিনহার অভিনয় করার কথা ছিল। কিন্তু শত্রুগ্ন আপাতত সময় বের করতে পারছেন না।
তাই সালমান ধারস্থ হয়েছেন বন্ধু শাহরুখের কাছে। শাহরুখও নাকি তাতে রাজি হয়েছেন। শিগগির শ্যুটিংয়ে যোগ দিচ্ছেন তিনি।
এর আগে 'করণ অর্জুন' ও 'কুছ কুছ হোতা হ্যায়' ছবিতে একসঙ্গে কাজ করেন শাহরুখ-সালমান। শাহরুখের 'ওম শান্তি ওম' ছবিতেও কয়েক সেকেন্ডের জন্য হাজির হয়েছিলেন সালমান।
বিডি প্রতিদিন/১ নভেম্বর, ২০১৬/ফারজানা-১৭