এবার অন্য ভূমিকায় দেখা গেল কিং খান শাহরুখ খানকে। এবার এই বলিউড বাদশাকে দেখা গেল কবির ভূমিকায়। দীপাবলিতে ভারতীয় সেনাদের উত্সর্গ করে একটি হৃদয়স্পর্শী কবিতা লিখলেন তিনি।
নিজের টুইটারে সেনাদের উদ্দেশে একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি। বীর সৈনিক ও তাদের পরিবারের সুস্থ ও সুখী জীবন প্রার্থনা করেছেন তিনি। সেনাদের কঠিন আত্মত্যাগের জন্যই যে দেশবাসী নিশ্চিন্তে জীবনযাপন করতে পারছেন, তাই নিজের কবিতায় ফুটিয়ে তুলেছেন শাহরুখ খান।
শাহরুখ খানের কবিতাটি বাংলায় অনুবাদ করলে দাঁড়ায়-
'আমাদের পা নরম কার্পেটে, আর ওদের বুট পাথুরে রাস্তায়।
আমাদের দিন আমাদের কাছে প্রাপ্তি, ওদের নতুন নতুন চ্যালেঞ্জের সমাধান খোঁজার লড়াই।
আমাদের রাত্রিগুলি আশীর্বাদধন্য, ওদের নির্ঘুম, টেনশনে টানটান।
আমাদের জীবন চুটিয়ে বাঁচছি আমরা, কারণ ওদের জীবন বলিদানের জন্য।
এই নায়কেরা কখনও অপ্রশংসিত থেকে যেতে পারেন না, কারণ আমরা ওদের অঙ্গীকার কল্পনাই করতে পারি না।
আমাদের সেনারা লড়াই করে চলেছেন বলেই আমাদের দেশ আরও শক্তিশালী ও দৃপ্ত হয়ে উঠছে।'
বিডি-প্রতিদিন/২ নভেম্বর, ২০১৬/তাফসীর-৬