‘তানু ওয়েডস মানু’ ও ‘তানু ওয়েডস মানু রিটার্নস’ এই দুইটি ছবি ব্যাবসায়িকভাবে সফল হয়। ছবি দুইটির পরিচালক আনন্দ এল রাই। ছবি দুইটির সাফল্যের পর শাহরুখ খানকে নিয়ে পরবর্তী ছবির কাজ শুরু করে দিয়েছেন তিনি। ছবিতে শাহরুখ নাকি এক বামনের চরিত্রে অভিনয় করছেন।
বলিউড পাড়ায় এই ছবির সঙ্গে সঙ্গেই আনন্দ রাই-এর আরেক ছবি নিয়েও যথেষ্ট চর্চা চলছে। পরীক্ষামূলক ছবি করতে পছন্দ করা আনন্দের এই নতুন ছবির বিষয় বেশ নতুন ও ব্যতিক্রম। শোনা যাচ্ছে, ৯ বছরের নাবালকের সঙ্গে ১৯ বছরের তরুণীর প্রেমই আনন্দ এল রাই তার পরবর্তী ছবিতে তুলে ধরেছেন।
ছবির বিষয়বস্তু নিয়ে বেশি কিছু জানা না গেলেও, শোনা যাচ্ছে গ্রামের এক তরুণীর প্রেমে পড়ে ৯ বছরের এক নাবালক। তরুণীর বিয়ে হয়ে গেলেও তাঁকে ভুলতে পারে না ওই নাবালক। এই গল্পের উপরেই নির্মিত হয়েছে ছবিটি।
বিডি-প্রতিদিন/২ নভেম্বর, ২০১৬/তাফসীর-১৫