ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ উঠার পর আবারও বিতর্কে ব্রাজিলের মিস বামবাম প্রতিয়োগিতা। এবার উঠল অশালীনতার অভিযোগ। যার কেন্দ্রে এক মা এবং তার মেয়ে। ১৯ বছরের এদুওয়ার্দো মোরেইস ও তার মা ৩৫ বছর বয়সী ব্রুনা ফেরাজ।
দু'জনেই উঠেছেন ফাইনালে। মিস বামবাম এমন এক প্রতিযোগিতা, যেখানে নিতম্বের সৌন্দর্যের ভিত্তিতে বিজয়ী বেছে নেওয়া হয়। এমনিতেও এমন রগরগে প্রতিযোগিতা নিয়ে অশ্লীলতার অভিযোগ উঠেছে আগেই। এবার প্রশ্ন উঠছে, একই মঞ্চে মা এবং মেয়ের অঙ্গবিশেষের সৌন্দর্যবিচার একটু বেশিই অশালীন হয়ে যাচ্ছে নাকি?
তাতে অবশ্য কর্ণপাত করতে নারাজ ব্রুনা এদুওয়ার্দো। ফাইনালে ওঠায় বেশ গর্বিতও দু'জনে। এর আগে কখনও মা-মেয়ে একসঙ্গে ফাইনালে ওঠেননি। মেয়ে মোরেইস বললেন, ‘মায়ের শারীরিক গঠন আমার চেয়েও ভাল। মা জিতলেও আমি খুশিই হব।'
বিডি-প্রতিদিন/০২ নভেম্বর, ২০১৬/মাহবুব