জনপ্রিয় গায়ক মুহাম্মদ রফিকে ব্যঙ্গ করার দায়ে এবার ফাঁসছেন করণ জোহর। তার ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে রণবীর আনুশকাকে উদ্দেশ্য করে বলেছেন, 'লোকে বলে আমার গলা মুহাম্মদ রফির মতো।' আনুশকা মন্তব্য করেন, 'মুহাম্মদ রফি? যিনি গাইতেন কম, কাঁদতেন বেশি, তাই না?'
এতেই আপত্তি মুহাম্মদ রফির ছেলে শহীদের। তিনি বলেন, করণ জোহর এক জন বড় মাপের পরিচালক। তিনি কীভাবে এই সংলাপ ব্যবহার করলেন। আমি পুরো ছবিটি দেখিনি। শুধু ওই অংশটুকু দেখেছি। আমি চাই এ জন্য করণ জনসমক্ষে ক্ষমা চান।
শহীদ আরও বলেন, ৩৬ বছর পরেও বাবার স্মরণে অনুষ্ঠান হয়। মানুষ এখনও তাকে মনে রেখেছে। এই সংলাপের লেখক তার সম্পর্কে কতটুকু জানেন? পরবর্তী প্রজন্মের সামনে রফির কোন ছবি তুলে ধরছেন তিনি? করণের কাছে এর জবাব চাইব আমি।
বিডি প্রতিদিন/২ নভেম্বর, ২০১৬/ফারজানা-০১