হ্যালোউইন উৎসবে তিনি প্রথমে সেজেছিলেন ক্যাটওম্যান। তারপর কিম কার্দাশিয়ানকে নকল করে আলোড়ন ফেলে দিলেন কানাডার টেনিস তারকা ইউজিনি বুশার্ড। কিমের একটি বিখ্যাত ছবির অনুকরণে পোস্ট করা তার সেলফি ফের ভাইরাল।
যদিও পরে একটি ভিডিওতে তিনি নিজেই ফাঁস করে দিয়েছেন যে, অন্তর্বাসের মধ্যে মোজা ঢুকিয়ে কিমের মতো শারীরিক গঠন আনার চেষ্টা করেছিলেন। একজন মন্তব্য করেছেন, ‘তুমি যা পরবে তাতেই হট’। এদিকে আকর্ষণীয় ছবিতে উত্তেজনা বাড়িয়ে দিয়েছেন আরও এক সুন্দরী টেনিস তারকা পেট্রা কুইটোভাও।
বিডি প্রতিদিন/২ নভেম্বর ২০১৬/হিমেল-০৬