দর্শক-শ্রোতাদের হট্টগোলে অতিষ্ঠ হয়ে সম্প্রতি ইংল্যান্ডে গান পরিবেশনের সময় মাইক্রোফোন ফেলে দিয়ে মঞ্চ ত্যাগ করেন জাস্টিন বিবার। কানাডার এ শিল্পী জানিয়েছেন, কাণ্ডটি তিনি ভক্তদের ওপর রাগ হয়ে নন বরং হতাশা থেকে করেছিলেন।
মঞ্চ ত্যাগ করার সিদ্ধান্ত নেয়ার আগে বেশ কয়েকবার দর্শকদের হট্টগোল, চিৎকার বন্ধ করতে বলেছিলেন বিবার। ২২ বছর বয়সী এ সংগীততারকা বলেন, মাঝে মাঝে ভুল আচরণ করে ফেলি। কারণ আমি মানুষ। আমি সবসময় 'পারফেক্ট' হওয়ার ভান করতে পারি না... আমি রোবট নই। মাঝে মাঝে হতাশ হয়ে পড়ি, রেগে যাই। মঞ্চে আমি আমার মতোই থাকতে চাই। আমি চাই মানুষ আমার গান শুনুক, সামান্য হলেও।
বিডি প্রতিদিন/২ নভেম্বর, ২০১৬/ফারজানা-০৯