বিয়ে করেছেন ভারতের জনপ্রিয় গায়িকা নেহা ভাসিন। বর দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক কম্পোজার সামির উদ্দিন। ইতালির তুসকানিতে পরিবার ও কয়েকজন ঘণিষ্ঠ বন্ধুর উপস্থিতিতে ২৩ জুলাই নেহা-সামির বিয়ের আনুষ্ঠানিকতা সারেন।
তবে এ সম্পর্কে সবাইকে জানিয়েছেন সম্প্রতি। নেহা টুইটারে লিখেছেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি গত ২৩ অক্টোবর তুসকানিতে আমি আমার সবচেয়ে ভাল বন্ধু ও ভালোবাসার মানুষটিকে বিয়ে করেছি।
টুইটারে বিয়ের ছবি শেয়ার করে নেহা আরও জানান, ছোটবেলা থেকেই সামিরকে চিনতেন তিনি। কিন্তু কখনই এতটা ঘণিষ্ঠতা ছিল না তাদের মধ্যে। সঙ্গীতই তাদের কাছাকাছি নিয়ে আসে।
বিডি প্রতিদিন/২ নভেম্বর, ২০১৬/ফারজানা-১৩