বলিউড সুপারস্টার সোনম কাপুর কেরিয়ারের শুরু থেকেই নিজের অভিনয়ে দক্ষতার পরিচয় দিয়েছেন। বলা হয়ে থাকে, তিনি মনে যা- মুখেও তা। এতে কেউ কিছু মনে করলেও সে নিয়ে ভাবেন না সোনম। ঠিক যেন তেমনটি আবারও প্রমাণ করলেন তিনি। তিনি অকপটে জানিয়ে দিলেন, তার ধারনা শাহরুখ খান তার সাথে কাজ করতে ইচ্ছুক নন।
'আমার ধারনা শাহরুখ আমার সাথে কাজ করতে ইচ্ছুক নন। অনেক বার শাহরুখের সাথে কাজের সুযোগ ছিল। কিন্তু একবারও শাহরুখ আগ্রহ দেখাননি। মনে হচ্ছে, শাহরুখ চাইলেই আমার এক সাথে কাজ করতে পারবো।' সম্প্রতি এই ভাবেই নিজের মনের কথা বললেন সোনম কাপুর।
বিডি প্রতিদিন/এ মজুমদার