সম্প্রতি ফোর্বস ম্যাগাজিন এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্ব সংগীতে বেশি পারিশ্রমিক পাওয়া গায়িকা হলো ২৬ বছর বয়সী টেলর সুইফট! গত বছর তালিকার দুই নম্বরে ছিলেন গায়িকা সুইফট। জানা যায়, মার্কিন এই পপতারকার আয়ের বেশিরভাগ এসেছে ‘১৯৮৯’ অ্যালবাম প্রকাশের পর সংগীত সফরের বিভিন্ন কনসার্ট থেকেই। এবার তার আয় হয়েছে ১৭ কোটি মার্কিন ডলার। আর গত বছর তালিকায় শীর্ষে থাকা কেটি পেরি এবার আছেন তালিকার ছয় নম্বরে।
গত বছরের জুন থেকে চলতি বছরের জুন পর্যন্ত ফোর্বসের তালিকায় শীর্ষ দশ গায়িকার মার্কিন ডলারে আয়ের অঙ্কগুলো হলো-
১. টেলর সুইফট: ১৭ কোটি
২. অ্যাডেল: সাড়ে ৮ কোটি
৩. ম্যাডোনা: ৭ কোটি ৬৫ লাখ
৪. রিয়ান্না: সাড়ে ৭ কোটি
৫. বিয়ন্সে: ৫ কোটি ৪০ লাখ
৬. কেটি পেরি: ৪ কোটি ১০ লাখ
৭. জেনিফার লোপেজ: ৩ কোটি ৯৫ লাখ
৮. ব্রিটনি স্পিয়ার্স: সাড়ে ৩ কোটি
৯. শানায়া টোয়াইন: ২ কোটি ৭৫ লাখ
১০. সেলিন ডিওন: ২ কোটি ৭০ লাখ
বিডি প্রতিদিন/এ মজুমদার