কিং খান খ্যাত বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন ছিল বুধবার (২ নভেম্বর)। এদিনটা যে কোনো সিনেপ্রেমীর কাছেই খুব স্পেশাল। তাই প্রতিবারের মতো এবারও সকাল থেকেই ‘জবরা ফ্যান’দের ভিড় মন্নতের সামনে।
কিন্তু শাহরুখ তনয় আরিয়ান খান লেখাপড়ার জন্য বিদেশে থাকেন। তাতে কি! বাবার জন্মদিনের সেরা উপহারটা তো তাকেই দিতে হবে। তাই সোশ্যাল মিডিয়ায় ভীষণ সুন্দর এক বার্তায় নিজের জীবনে বাবা শাহরুখ খানের কথা বললেন তিনি।
শাহরুখ খানের জন্মদিন উপলক্ষে ইনস্টাগ্রামে একটি বার্তা পোস্ট করেছেন আরিয়ান। বার্তায় লিখেছেন, 'উনি শিশুদের মতো খেলতে পারেন। প্রয়োজন পড়লে বন্ধুর মতো উপদেশ দিতে পারেন। আবার বিপদে পড়লে রক্ষীর মতো আগলে রাখতে পারেন। শুভ জন্মদিন। ভালবাসা।'
সন্তানের এমন উপহার কোন বাবার না মন ভাল করে দিতে পারে? শাহরুখও যে আরিয়ানের এই বার্তায় খুশি হবেন তা সহজেই অনুমেয়।
বিডি প্রতিদিন/ ০৩ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম