শাহরুখ খান ও ভিন ডিজেলের মধ্যে ব্যাপক মিল! কারণ শাহরুখের বিপরীতে বলিউড অভিষেক হয় দীপিকা পাড়ুকোনের। আর ভিন ডিজেলের বিপরীতে দীপিকার অভিষেক হয়েছে হলিউডে। ২০০৭ সালের দীপিকার অভিষেক ছবি 'ওম শান্তি ওম' ব্লকবাস্টার হিট। ভিন ডিজেলের বিপরীতে 'ট্রিপল এক্স' ছবিটি হিট হবে কী না সেটা সময়সাপেক্ষ ব্যাপার।
তবে ছবিটির যতগুলো ট্রেইলার বেরিয়েছে সবগুলোতেই ইতিবাচক সাড়া পেয়েছেন দীপিকা। 'ওম শান্তি ওম' মুক্তি পাওয়ার প্রায় এক দশক হয়ে গেছে। এখনো শাহরুখের সঙ্গে বেশ ভালো সম্পর্কই বজায় রেখেছেন দীপিকা। শুধু শাহরুখই নয়, ছবিটির কোরিয়াগ্রাফার ফারাহ খানের সঙ্গেও দীপিকার সম্পর্ক বেশ দারুণ।
'ওম শান্তি ওম' করতে শাহরুখের সঙ্গে দীপিকার যেরকম সুসম্পর্ক গড়ে ওঠেছিল তেমনি হলিউডে ভিন ডিজেলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠেছে তার। দীপিকা বলেন, আমেরিকায় পা রাখলে প্রথমেই আমার ভিন ডিজেলের কথা মনে হয়। ওর বোন সামান্থার সঙ্গেও আমার সম্পর্ক ভালো। ওরা আমার কাছে শাহরুখ ও ফারাহ খানের মতো।
বিডি প্রতিদিন/৩ নভেম্বর, ২০১৬/ফারজানা-১১