ভারত-পাকিস্তান সম্পর্কের চরম অবনতির সময়ে বিয়েটা করেই ভুল করেছেন বলিউড অভিনেত্রী লিসা হেইডেন। তার শ্বশুর ভারত না পাকিস্তানের নাগরিক, তা নিয়ে এবার উঠছে বিতর্ক। লিসার দাবি, ব্রিটিশ ভারতে জন্ম তার শ্বশুরের। ভারত-পাকিস্তান ভাগের পর যিনি ভারতে চলে আসেন। তিনি ভারতেরই নাগরিক। তবে ভারত পাকিস্তান যে জায়গারই নাগরিক হন না কেন- তা নিয়ে তার মাথাব্যাথা নেই।
এরপরও লিসা হেইডেনের বিতর্ক পিছু ছাড়ছে না। পাকিস্তানি শ্বশুরের জন্য ভারতীয় সংবাদমাধ্যমের সমালোচনা করাতেই বেশ বিতর্কিত হচ্ছেন তিনি। লিসার জবাব, একটা মেয়ে তার জীবনের নতুন একটা অধ্যায় শুরু করেছে। তাকে শুভকামনার জানানোর বদলে খালি বিতর্কিত করা হচ্ছে। পৃথিবীতে তাদেরই বেশি প্রয়োজন যারা ভালোবাসতে জানে। যারা ঘৃণা করে তাদের নয়।
বিডি প্রতিদিন/৩ নভেম্বর, ২০১৬/ফারজানা-১২