যুক্তরাষ্ট্রে নারীদের জন্য প্রকাশিত গ্ল্যামার ম্যাগাজিন- এ ঠাঁই পেলেন আইরিশ পুরুষ রক তারকা বোনো! এই ম্যাগাজিনে প্রতি বছর খ্যাতিমান নারীদেরকে ওমেন অব দ্য ইয়ার খেতাব দেওয়া হয়। কিন্তু এবার স্বীকৃতিটি পেলেন বোনো! গ্ল্যামার ম্যাগাজিনের প্রথম ম্যান অব দ্য ইয়ার হয়েছেন তিনি। গত ১ নভেম্বর এ ঘোষণা দেওয়া হয়।
কিন্তু নারীদের ম্যাগাজিনে পুরুষ কেন? এ প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। এক্ষেত্রে ম্যাগাজিন কর্তৃপক্ষের ব্যাখা- 'নারী অধিকারের পক্ষে প্রচারণা চালানোর জন্যই প্রথম পুরুষ হিসেবে তাকে এ তালিকায় যুক্ত করা হয়েছে।'
ম্যাগাজিনটির এডিটর-ইন-চিফ সিন্ডি লেইভের বক্তব্য, ‘নারীদের জয়গানের লক্ষে শুরু থেকে পুরুষদেরকে এ সম্মাননা দেওয়ার বিষয়টি এড়িয়ে গেছি আমরা। তবে এখন নারীদের জন্য সত্যিকার অর্থেই ইতিবাচক ভূমিকা রাখছেন অনেক পুরুষ। রকতারকা বোনো তাদেরই একজন। এই বিখ্যাত রকতারকা বিশ্বব্যাপী নারী ও মেয়েদের অধিকারে সোচ্চার ভূমিকা রাখতে অনেক কিছু করছেন। এটা সাধুবাদ পাওয়ার যোগ্য। তাকে আমাদের প্রথম ম্যান অব দ্য ইয়ার স্বীকৃতি দিতে পেরে আমরা গর্বিত।''
বোনোও মন্তব্য করেছেন, এটা তার প্রাপ্য নয়। তবে নারীদের সঙ্গে পুরুষরাও নেতৃত্ব না দিলে লিঙ্গ সমতার লড়াইয়ে জয়ী হওয়া যাবে না। পুরস্কারটির জন্য গ্ল্যামারকে ধন্যবাদ জানিয়ে ৫৬ বছর বয়সী এই তারকা বলেন, ‘এ সমস্যার জন্য আমরা অনেকাংশে দায়ী। সুতরাং আমাদেরকেই এর সমাধান খুঁজে বের করতে হবে। আমরা যা ভাবি তার চেয়েও বেশি কিছু করা সম্ভব। বিশ্ব নেতৃবৃন্দ আমাদের প্রতি দায়বদ্ধ। তারা নারী ও মেয়েদের সহায়তা না করলে ভোট দিয়ে তাদেরকে সরিয়ে দিন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ/১২