ব্রাজিলের রিও ডি জেনিরোতে ৩ নভেম্বর শুরু হয়েছে কুর্টা সিনেমা ফেস্টিভ্যালের ২৬তম আসর। এ আয়োজনের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগের জন্য মনোনীত হয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'টোয়েন্টি কন্টিনিউস শটস্ ফলোড বাই সিদ্ধার্থ'। আবিদ হোসেন খান পরিচালিত ছবিটি প্রযোজনা করেছে খনা টকিজ।
জানা গেছে, প্রতিযোগিতায় জমা পড়েছে প্রায় তিন হাজার স্বল্পদৈর্ঘ্য ছবি। এর মধ্যে ২১ দেশের ২৮টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য মনোনীত হয়েছে। আর ব্রাজিলের ২৫টি স্বল্পদৈর্ঘ্য ছবি লড়বে জাতীয় প্রতিযোগিতা বিভাগে। উৎসব চলবে ৯ নভেম্বর পর্যন্ত।
বিডি-প্রতিদিন/এস আহমেদ/১৪