অসম বয়সী নায়ক-নায়িকার রসায়নে মুগ্ধ দর্শক। ‘ডিয়ার জিন্দেগি’ ছবিতে বলিউড বাদশাহ শাহরুখ খান আর বর্তমান প্রজন্মের জনপ্রিয় তারকা অভিনেত্রী আলিয়া ভাটকে এক ফ্রেমে বন্দি করেছেন ‘ইংলিশ ভিংলিশ’ খ্যাত গৌরী শিন্ডে। শাহরুখের জন্মদিনেই মুক্তি পেয়েছে ছবির প্রথম গান ‘লভ ইউ জিন্দেগি’। গানটিতে ফুটে উঠেছে অসম বয়সী দু'জন মানুষের দুষ্টুমি, আলাপচারিতা, দৌড়ে বেড়ানো বা এমনই আরও ছোট ছোট নানান মুহূর্ত।
‘ডিয়ার জিন্দেগি’ ছবিতে আরও অভিনয় করেছেন আলী জাফর, আদিত্য রায় কাপুর, কুনাল কাপুর প্রমুখ। আগামী ২৫ নভেম্বর ‘ডিয়ার জিন্দেগি’ ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৩ নভেম্বর, ২০১৬/ আফরোজ