সম্প্রতি বলিউড সুপার স্টার প্রিয়াঙ্কা চোপড়া আমেরিকার বিখ্যাত ‘লেট নাইট উইথ সেট মেয়র’-এ উপস্থিত হলেন। মার্কিন টিভি সিরিজ কোয়ান্টিকোতে অভিনয়ের পর আমেরিকায় প্রিয়াঙ্কার জনপ্রিয়তা কয়েক গুণ বেড়ে যায়। সাক্ষাৎকার দিয়ে আপ্লুত প্রিয়াঙ্কা টুইটারে লেট নাইট..এর সেট থেকে ছবি পোস্ট করে জানিয়েছেন, আমি লেট নাইট সেটে আছি। ইনস্টাগ্রামে আমাকে অনুসরণ করুন। এরপর কিছু ছবি পোস্ট করেছেন তিনি। একটায় দেখা যাচ্ছে মেয়রের সাথে কথা বলছেন তিনি। কিছু ছবিতে বুঝা যাচ্ছে, তিনি সাক্ষাৎকার দিতে দিতে যেন ঘুরে বেড়াচ্ছেন। আবার একটি ছবির নীচে লেখা আছে, সাক্ষাতকারের এখন শেষ পর্যায়। আমাকে শোতে ডাকার জন্য ধন্যবাদ।
বিডি প্রতিদিন/এ মজুমদার