হাতের জ্বালা মিটিয়ে নিতে ১ ইউরোর বিনিময়ে চড় খাওয়ার অভিনব প্রস্তাব দিলেন অভিনেতা রণবীর সিং। তাও একটি নয়, টানা ২ টি চড়। তবে তার জন্য তাকে ১ ইউরো দিতে হবে। বলিউডের এই ‘বাজিরাও’ সবসময় পাগলামি করলেও, এবার কিন্তু কোন পাগলামি করেননি তিনি। এমনকি আর্থিক সংকটেও পড়েননি। ‘বেফিকরে’ ছবির একটি গানে এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি।
‘বেফিকরে’ ছবিতে রণবীর সিং একজন চরম অলস এবং বেকার যুবকের চরিত্রে অভিনয় করেছেন। নিয়ম বেঁধে সাত–আটঘণ্টা কাজ করতে একেবারেই মন নেই তার। তাই টাকা রোজগারের অভিনব উপায় বের করেছেন রণবীর। রাস্তায় বোর্ড হাতে তিনি বসে পড়েছেন। এমনিতে এই পৃথিবীতে হতাশাগ্রস্ত এবং রাগী মানুষের অভাব নেই! কিন্তু মন চাইলেই তো কাউকে কিল-ঘুষি বসিয়ে দিতে পারেন না! তাই সুযোগ করে দিয়েছেন তিনি। মাত্র ১ ইউরোর বিনিময়ে দু’টি থাপ্পড় মারার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন রণবীর।
এটি এক ধরনের সমাজসেবা আর কী! মানুষটির গায়ের জ্বালাও মিটবে, সেই সঙ্গে অলস রণবীরের কিছু আয় হবে। তাই ছবির পরিচালক আদিত্য চোপড়া এমন সুযোগ অবশ্য হাতছাড়া করেননি । ওই গানের দৃশ্যে রণবীরকে ২১টি চড় খাইয়ে ছেড়েছেন।
বিডি-প্রতিদিন/৪ নভেম্বর, ২০১৬/তাফসীর-১