'বেশরম' সিনেমাতে লজ্জাহীন যুবকের চরিত্রে অভিনয় করলেও এর ব্যবসায়িক ব্যর্থতায় ভালোই লজ্জা পেয়েছিলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। ২০১৩ সালের অক্টোবর মাসে মুক্তি পায় ছবিটি। 'বেশরম'র কারণে যে লজ্জা রণবীর পেয়েছিলেন সেটার তীব্রতা বেড়েই চলছিল। 'বেশরম' মুক্তি পাওয়ার তিন বছর পার হয়ে গেলেও রণবীরের ঝুলিতে আর কোনো ব্যবসাসফল ছবি যোগ হয়নি।
সম্প্রতি 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবিটি দিয়ে সে লজ্জা কিছুটা হলেও কাটিয়ে ওঠতে পেরেছেন রণবীর। ছবিটি এরই মধ্যে ১০০ কোটি রুপি বেশি আয় করেছে।
তবে আশ্চর্য হলেও সত্যি যে জীবনের সবচেয়ে ফ্লপ ছবিটি দিয়েই রণবীর রেকর্ড গড়তে সক্ষম হয়েছিলেন। রণবীরের এ যাবৎ মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করেছে 'রেশরম'!
বিডি প্রতিদিন/৪ অক্টোবর, ২০১৬/ফারজানা-১০