সোনম কাপুর বলিউডে এসেছেন বহুদিন হয়েছে। কিন্তু এতদিন হয়ে গেল, সোনম কাপুরের সঙ্গে একটি ছবিতেও দেখা যায়নি কিং খান শাহরুখকে। তাই প্রশ্ন উঠেছিল বলিউড পাড়াতে। কানাঘুষাও চোলছীল যে শাহরুখের পছন্দের তালিকায় নেই সোনম।
এবার উত্তরটা দিয়ে দিলেন সোনম নিজেই। একটি সাক্ষাৎকারে তিনি জানালেন, "বলিউডে সাধারণত নায়করাই ছবির নায়িকা নির্বাচন করেন। নায়কদের পছন্দের তালিকায় না থাকলে ছবিতে স্থান পাওয়া যায় না। আমার সঙ্গে কাজ করার বিষয়ে এখনও খুব একটা স্বচ্ছন্দ হতে পারছেন না শাহরুখ। হয়ত আমার অভিনয়ই শাহরুখের বিশেষ ভাল লাগে না। তাই এতদিন আমাকে নিয়ে কোনও ছবিতে কাজ করার কথা ভাবেননি তিনি।
সোনম আরও জানালেন, "এর আগেও অনেক বার শাহরুখের সঙ্গে কাজ করার বিষয়ে এগিয়েছিলেন। কথাও হয়েছিল প্রযোজক, পরিচালকের সঙ্গে। শাহরুখের সঙ্গেও নাকি একবার দেখা করেছিলেন। শেষ পর্যন্ত সফল হয়নি পরিকল্পনা। শাহরুখই হয়ত পছন্দ করেন না আমার অভিনয়, তাই এড়িয়ে চলেছেন।"
বিডি-প্রতিদিন/৪ নভেম্বর, ২০১৬/তাফসীর-৩