এবার মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসে ছবির শ্যুটিং করলেন এক বলিউড তারকা। তবে আপনি যদি সালমান–আমির–শাহরুখের কথা ভাবেন তাহলে মস্ত বড় ভুল করবেন। এই তারকা অভিনেতা বলিউডের প্রথম সারির কেউ নন। মার্কিন প্রেসিডেন্টের বাসভবন থেকে ঘুরে এলেন আরবাজ খান।
ইন্দো–মার্কিন সহ প্রযোজনায় ‘জিনা ইসিকা নাম হ্যায়’ নামের একটি নতুন ছবি করছেন পরিচালক কেশব পন্নেরিয়ে। পশ্চিম ভার্জিনিয়া, নিউ ইয়র্ক ও মেরিল্যান্ডে ঘুরে ঘুরে ছবির শ্যুটিং চলছে। শ্যুটিং হয়েছে দেশের প্রাক্তন প্রেসিজডেন্ট জর্জ ওয়াশিংটনের স্মৃতিসৌধ এবং ভাইস প্রেসিডেন্ট জো বিডেনের বাসভবনের মধ্যে অবস্থিত কনস্টিটিউশনাল হলেও। কেশব পন্নেরিয়ের ছবিতে অভিনয়ের সুবাদেই হোয়াইট হাউজ থেকে ঘুরে এলেন আরবাজ।
পরিচালক কেশব জানিয়েছেন, "এই প্রথম হোয়াইট হাউসের অন্দরে কোনও ভারতীয় ছবির শ্যুটিং হল। গত এক বছর ধরে হোয়াইট হাউসে শ্যুটিংয়ের অনুমতি চাইছিলাম। মোট ১৫ বার আবেদন জানিয়েছি। তারপরই অনুমতি মিলেছে। তবে মার্কিন প্রযোজকদের সাহায্যে না পেলে এই অসম্ভব কাজটি সম্ভব হতনা। আরবাজ খান ছাড়াও ছবিতে অভিনয় করেছেন মঞ্জরী ফাডনিস।"
বিডি-প্রতিদিন/৪ নভেম্বর, ২০১৬/তাফসীর-৫