আসন্ন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিন্টনের ই-মেইল ফাঁস নিয়ে চর্চা চলছে সারা বিশ্বে। সেখানেই একটি মেইল–এ চোখ আটকে গিয়েছে সবার। কারণ সেখানে অমিতাভ বচ্চনের খোঁজ নিয়েছিলেন হিলারি ক্লিন্টন।
সম্প্রতি ওয়াশিংটন পোস্টের রাজনৈতিক প্রতিবেদক জোশ ডেলরিয়াল টুইটারে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে হিলারি তার পাকিস্তানি সহায়ক হুমা আবেদিনকে জিজ্ঞাসা করছেন, ‘সেই বিখ্যাত বুড়ো ভারতীয় অভিনেতার নাম কী, যার সঙ্গে আমরা কয়েক বছর আগে দেখা করেছিলাম?’ উত্তরে হুমা জানিয়েছিলেন—অমিতাভ বচ্চন।
২০১১ সালের জুলাই মাসে কিসের প্রেক্ষিতে অমিতাভকে নিয়ে প্রশ্ন করেছিলেন হিলারি তা এখনও পরিষ্কার নয়
বিডী-প্রতিদিন/৪ নভেম্বর, ২০১৬/তাফসীর-১৯