বিগ বসের ঘরে প্রতিদিনই কোনও না কোনও চমক অপেক্ষা করে। সে প্রতিযোগীদের ঝগড়া হোক বা প্রেম, নানাভাবে দর্শকদের মনোরঞ্জন করে চলেন প্রতিযোগীরা। আর সে কাজে যে মোনালিসা কত দক্ষ, তা প্রতি পর্বে বোঝাচ্ছেন তিনি। একের পর এক চমক দিয়ে চলেছেন মোনালিসা। এবার বিকিনিতে সুইমিং পুলে নেমে একরকম জলে আগুন জ্বালালেন তিনি।
প্রথমে মনু পাঞ্জাবির সঙ্গে প্রেমের গল্পোয় মাত করেছিলেন মোনালিসা। তবে তারপরই ছিল কাহানিতে টুইস্ট। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল স্বামীর সঙ্গে মোনালিসার ছবি। তবে সে ধোঁয়াশা কাটতে না কাটতে ফের নতুন করে তাক লাগিয়ে দিলেন তিনি। সঙ্গে ছিলেন লোপামুদ্রা। বিকিনিতে দুই প্রতিযোগী বিগ ঘরের উষ্ণতা যেন কয়েক ধাপ চড়িয়ে দিলেন।
‘জলপরি’ মোনালিসা আর লোপামুদ্রাকে দেখে থ’ হয়ে গিয়েছেন বিগ ঘরের অন্যান্য প্রতিযোগীরা। এমনকী যে স্বামীজি খাটো পোশাকের জন্য মহিলাদের সমালোচনা করে চক্ষুশূল হয়েছিলেন তাকেও দেখা গেছে সুইমিং পুলের পাশে গিয়ে বসতে। সব মিলিয়ে অন্দরের সব খবর ছাপিয়ে এই মুহূর্তে মোনালিসা আর লোপামুদ্রার বিকিনি অবতারই সব চেয়ে চর্চিত।
বিডি-প্রতিদিন/ ০৫ নভেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন