'দঙ্গল' ছবির ট্রেইলার মুক্তি পাওয়ার পরপরই প্রশংসিত হচ্ছেন আমির খান। আর এরইমধ্যে বেফাঁস মন্তব্য করে বসলেন তার কাছের বন্ধু সালমান খান। সল্লুর মতে, আমির 'দঙ্গল' ছবিটিতে তারই করা 'সুলতান' ছবির নকল করেছেন।
'দঙ্গল' ছবিটির ট্রেইলার মুক্তির সময় 'টিউবলাইট' ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত ছিলেন সালমান। তবে ছবিটি যেহেতু আমির করছেন তাই তার কৌতুহলের কমতি ছিল না।
শ্যুটিংয়ের সেটে বসেই সালমান দেখে নেন 'দঙ্গল'র ট্রেইলার। কিন্তু দেখে তিনি খুশি হতে পারেননি। 'সুলতান' ছবিতে সালমান অভিনয় করেছেন কুস্তিগীরের ভূমিকায়। 'দঙ্গল' ছবিতে আমিরও অভিনয় করছেন কুস্তিগিরের ভূমিকায়। 'সুলতান' ছবিতে এক নারী কুস্তিগিরকে দেখে অনুপ্রাণিত হন সালমান। আর 'দঙ্গল'-এ নারী কুস্তিগিরকে তালিম দিচ্ছেন আমির!
বিডি প্রতিদিন/৫ নভেম্বর, ২০১৬/ফারজানা-০৮