পরিচালক ড্যারেন আরোনফস্কির সঙ্গে অস্কারজয়ী হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স এতদিন গোপনেই প্রেম করে আসছেন। এবার লরেন্সকে এই নির্মাতার সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় প্রকাশ্যে দেখা গেছে বলে জানাল বিদেশি গণমাধ্যমগুলো।
আসন্ন ছবি ‘মাদার’ এ কাজ করছেন এই রোমান্টিক জুটি। ওদিকে ২৬ বছর বয়সী ‘জয়’ অভিনেত্রী লরেন্স ও ড্যারেনের সঙ্গে নাকি অভিনেত্রীর পোষা কুকুর পিপাও উপস্থিত ছিল। লরেন্স ও ড্যারেনকে একটি চকলেট ভাগ করে খেতে দেখা গেছে।
‘ব্ল্যাক সোয়ান’খ্যাত পরিচালক ড্যারেন আরোনফস্কির নাম ঠিক না হওয়া নতুন ছবিতে টানা কয়েক মাস ধরে কাজ করছেন লরেন্স। ড্যারেনের পরিচালনায় এই নতুন ছবিতে কাজ করার সময়ে দুজনের মধ্যে এ রোমান্টিক সম্পর্কের সৃষ্টি হয়েছে। তবে দুজন ঘটনা চেপে রাখার আপ্রাণ চেষ্টা করলেও সফল হননি। যদিও এই সম্পর্ক নিয়ে অবশ্য কেউই প্রকাশ্যে মুখ খোলেন নি।
কিছুদিন আগে ‘এক্স-মেন’-এর সহকর্মী নিকোলাস হল্টের সঙ্গে প্রেম করেছেন লরেন্স। তার আগে ‘কোল্ড প্লে’র ক্রিস মারটিনের সঙ্গে সম্পর্কে ছিল তার। এবার ২৬ বছর বয়সী এই অভিনেত্রী তার চেয়ে ২১ বছরের বড় নির্মাতা ৪৭ বছর বয়সী ড্যারেন আরোনফস্কির প্রেমে পড়েন।
বিডি-প্রতিদিন/৫ নভেম্বর, ২০১৬/তাফসীর-৩