দুই নৌকায় পা রেখে নাকি চলা যায় না। কথাটা দীপিকা পাড়ুকোনের সাথে একদমই যায়না। দুই নৌকায় পা রেখে দিব্যি চলছে দীপিকা পাড়ুকোনের। ‘ট্রিপল এক্স: রিটার্ন অফ জ্যান্ডার কেজ’–এর শ্যুটিং সেরে কিছুদিন হল আমেরিকা থেকে ফিরেছেন এই বলিউড অভিনেত্রী।। খুব শীঘ্রই পরিচালক সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবতী’ ছবির কাজ শুরু করবেন। তবে দক্ষ হাতে সবদিক সামলালেও, প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে প্রতিযোগিতায় নামতে নারাজ তিনি।
এ প্রসঙ্গে দীপিকা বলেন, ‘আমাদের ক্যারিয়ার শুরু হয়েছিল অন্যভাবে। প্রিয়াঙ্কা যখন মিস ওয়ার্ল্ড খেতাব জেতে, তখন আমি স্কুলে পড়তাম। তাই প্রতিযোগিতার প্রশ্নই ওঠে না।’
প্রিয়াঙ্কার সঙ্গে নিজের ঝগড়ার কথাও অস্বীকার করেছেন দীপিকা। তিনি বলেছন, ‘অনেক বছর ধরে একে অপরকে চিনি। কোন ঝামেলা নেই আমাদের মধ্যে। কাজের চাপে বিশেষ দেখা হয় না বটে। তবে আজও আমরা বন্ধু।’
প্রিয়াঙ্কার মতো পাকাপাকি হলিউডে ঘাঁটি গাড়ার ইচ্ছে নেই বলেও জানিয়েছেন তিনি। এ নিয়ে দীপিকা বলেন, ‘প্রিয়াঙ্কা ও আমার চাহিদা একেবারেই আলাদা। আশাকরি মানুষ সেটা বুঝবেন। হলিউডে যাওয়া নিয়ে এখনই বিশেষ কিছু ভাবছি না। ভাল কাজ করাটাই মূল লক্ষ্য।’
বিডি-প্রতিদিন/৫ নভেম্বর, ২০১৬/তাফসীর-৬