ডিজাইনার আবু জানি এবং সন্দীপ খোসলার পোশাকে র্যাম্প মাতালেন অমিতাভ কন্যা শ্বেতা নন্দা। মেয়ের এই নতুন আবির্ভাবের সাক্ষী থাকতে বিগ-বি স্বপরিবারে অনুষ্ঠানে হাজির ছিলেন। আর মেয়ের এই অভিনব মুহূর্ত হাস্যমুখে ফ্রেমবন্দী করতে দেখা গেল স্বয়ং বিগ-বিকে।
বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের কন্যা হওয়া সত্ত্বেও 'স্টারডম' থেকে নিজেকে এতদিন দূরেই রেখেছিলেন শ্বেতা। অন্যান্যদের মত বলিউড লাইম লাইট কখনওই ছুঁতে পারেনি তকে। তবে শুক্রবার শো-স্টপারের ভূমিকায় চমক লাগালেন শ্বেতা। যদিও নিজেকে মেলে ধরতে প্রথমে বেশ ভয়ই পেয়েছিলেন শ্বেতা। খোলাখুলি সে কথা স্বীকারও করেছেন। বোনের সঙ্গে কথা বলে ব্যাপরটা বুঝতে পেরেছিলেন অভিনেতা অভিষেক বচ্চনও। তাই শ্বেতাকে উৎসাহিত করতে নিজেও উপস্থিত ছিলেন শো-তে।
অভিনেত্রী জয়া বচ্চন অবশ্য অনেক বেশি উচ্ছাসিত মেয়ের এই নতুন রূপ দেখে। তিনি বলেছেন, "মেয়েড় এই রূপে দেখার লোভ সামলাতে পারেননি। তাই নিজে যেচেই চলে এসেছি। যদিও শেষ পর্যন্ত, সব ভাল করেই সামলে নিল আমার মেয়ে শ্বেতা।"
বিডি-প্রতিদিন/৫ নভেম্বর, ২০১৬/তাফসীর-৯