আগামী ৮ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। আর এই নির্বাচনের দিকে তাকিয়ে সারা বিশ্বের মানুষ। বিশ্বের অনেক গুণী ব্যক্তি আমেরিকার নাগরিক না হলেও ভাগ হয়ে গেছেন দুই প্রধান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এমং হিলারি ক্লিনটন শিবিরে।
এবার সালমান খান জানিয়ে দিলেন তার সমর্থের কথাও। ট্যুইটারে বলিউড সুপারস্টার দ্বর্থহীন ভাষায় লিখেছেন, তিনি হিলারিকেই সমর্থন করছেন। এদিন হিলারির একটি ছবি আপলোড করে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, ৬৯ বছর বয়সী ডেমোক্রেটিক রাজনীতিক হিলারির এবারের প্রতিপক্ষ রিপাবলিকান ধনকুবের ডোনাল্ড ট্রাম্প।
বিডি-প্রতিদিন/০৬ নভেম্বর, ২০১৬/মাহবুব