পিতা হিসেবে ছয় সন্তানের জয়েন্ট কাস্টডি চান ব্র্যাড পিট। সেই মর্মেই শুক্রবার লস অ্যাঞ্জেলেস সুপিরিয়র কোর্টে আবেদন করেছেন তিনি।
সেপ্টেম্বরে অ্যাঞ্জেলিনা জোলি ব্র্যাডের সঙ্গে বিচ্ছেদের আবেদন করেছিলেন। তখন সন্তানদের সোল কাস্টডিও তিনিই চেয়েছিলেন। জোলির এমন আচরণে সে সময় ব্র্যাড বলেছিলেন, ‘ঘটনাটা আমাকে খুব আঘাত করেছে। কিন্তু আমাদের সন্তানদের ভাল থাকাটাই এখন সবচেয়ে জরুরি’।
ঘটনা সেখানেই থেমে থাকেনি। তারপর অনেক জল গড়িয়েছে। সন্তানদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে ব্র্যাডের বিরুদ্ধে। তার বিরুদ্ধে সেই অভিযোগের তদন্ত এখনও চলছে। ব্র্যাড এখনও নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেননি। এর মধ্যেই তিনি সন্তানদের যৌথভাবে হেফাজতের দায়িত্ব চাইলেন।
বিডি-প্রতিদিন/৬ নভেম্বর, ২০১৬/তাফসীর-৬