‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিটি মুক্তি পাওয়ার আগে থেকেই রণবীর ও ঐশ্বরিয়াকে নিয়ে তোলপাড় চলছে সোশ্যাল মিডিয়ায়। ওই ছবি নিয়ে সাহসী মন্তব্যও করেছেন ঐশ্বরিয়া রায়। আর বেশি সাহসী হতে গিয়েই ঐশ্বরিয়া ডেকে এনেছেন বিতর্ক। বলিউডের গুঞ্জন, সিনেমার চিত্রনাট্যে রণবীর-ঐশ্বরিয়ার ঘনিষ্ঠ দৃশ্যের কথা জানতে পেরেই নাকি করণ জোহরের কাছে আপত্তি জানিয়েছিলেন অমিতাভ বচ্চন। ছবির ট্রেলার দেখার পরে ক্ষোভ আরও বেড়ে গিয়েছিল অমিতাভের। সরাসরি দৃশ্যটি বাদ দিতে বলেছিলেন তিনি। শোনা যায়, অন্তরঙ্গ দৃশ্যটি নিয়ে ঝামেলা হয় অভিষেক-ঐশ্বরিয়ার মধ্যেও। অভিষেকও নাকি ছবির ট্রেলারে রণবীরের সঙ্গে নিজের স্ত্রীকে ঘনিষ্ঠ হতে দেখে অসন্তুষ্ট হয়েছিলেন।
এদিকে ঐশ্বরিয়াকে ছেড়ে কথা বলেননি জয়া বচ্চনও। সর্বসমক্ষে জয়াকে বলতে শোনা গিয়েছে, ‘প্রেমকে খোলামেলাভাবে তুলে ধরাটা পরিচালকদের কাছে ভাল ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। দুটো মানুষের ঘনিষ্ঠতাকে দেখাতে পারলে ছবি হিট হয়ে যাবে। লজ্জার কোন নামগন্ধ নেই।’
অন্যদিকে নিজেকে এবং রণবীরকে নিয়ে এত কথা হচ্ছে দেখে চুপ থাকতে পারেননি প্রাক্তন বিশ্বসুন্দরী। তিনিও এ বিষয় নিয়ে মন্তব্য করেছেন। ওয়াকিবহাল মহল মনে করছে, জয়াকে উত্তর দেওয়ার জন্যই মুখ খুলেছেন ঐশ্বরিয়া। সে যাই হোক, ছবিটির কল্যাণে ঐশ্বরিয়া ও রণবীরের ঘনিষ্ঠ দৃশ্য এখন সবাই দেখে ফেলেছেন।
তবে এবার রণবীর ও ঐশ্বরিয়ার যে ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে, তা অনেকেই হয়তো দেখেননি। সেটা বহুকালের পুরনো এক ছবি। রণবীরের মা নীতু কাপূর ছবিটি পোস্ট করার পরেই তা ছড়িয়ে পড়ে সর্বত্র। ছবিতে দেখা যাচ্ছে, ঐশ্বরিয়া রাই সোফায় বসে আছেন। আর তার ছবি আঁকছেন একটি অল্পবয়সি ছেলে। সেই অল্প বয়সি ছেলেটিই আজকের রণবীর কাপূর।
ঐশ্বরিয়ার ছবি ক্যানভাসে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন ছোট্ট রণবীর। প্রাক্তন বিশ্বসুন্দরীও হাসি মুখে তাকিয়ে রয়েছেন রণবীরের দিকে। ছবিটি ছবিটি ১৯৯৭ সালের। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমাটি মুক্তি পাওয়ার পরেই পুরনো ছবিটি দেখতে পেলেন ভক্তরা।
বিডি প্রতিদিন/৬ নভেম্বর ২০১৬/হিমেল-০৭