আবার এক ফ্রেমে দেখা গেল শচীন টেন্ডুলকার ও অমিতাভ বচ্চনকে। একটি বাণিজ্যিক সংস্থার অনুষ্ঠানে বিগ বি, শচীন ছাড়াও ছিলেন দক্ষিণী সুপারস্টার নাগার্জুনা। আর এই দুজনের সান্নিধ্য পেয়ে বেশ রোমাঞ্চিত বলিউডের শাহেনশা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই সেই ছবি পোস্ট করেছেন। সেইসঙ্গে শচীন ও নাগার্জুনা সম্পর্কে লিখেছেন লিজেন্ডারি ট্যালেন্ট। এই দুজনের সান্নিধ্য পাওয়ায় তিনি যে বেশ খুশি, সে কথাও জানাতে দ্বিধা করেননি তার স্ট্যাটাসে।
নাগার্জুনের সঙ্গে একসঙ্গে কাজ করতে দেখা গেছে অমিতাভকে। অগ্নিবর্ষা, খুদা গাওয়া, কালা পাত্থর ছবিতে দুজন একসঙ্গে ছিলেন। অন্যদিকে, স্বচ্ছ ভারত অভিযানে শচীনের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতেও দেখা গেছে।
বিডি প্রতিদিন/৬ নভেম্বর ২০১৬/হিমেল-১২