প্রিয় তারকাকে একটিবার দেখার জন্য ভক্তরা সেই তারকার বাড়ির সামনে দিনরাত পড়ে থাকা নতুন কিছু নয়। এছাড়া শরীরের নানা অংশে প্রিয় তারকার নাম উল্কি করা তো আছেই। ভক্তরা মাঝে মাঝে তার প্রিয় তারকার জন্য এমন অনেক কিছুই করে থাকেন, সাধারণ মানুষ যা কল্পনাও করতে পারেন না। তাই বলে কেউ কিডনিতে নিজের প্রিয় তারকার নাম লেখা কি সম্ভব। এমনই অদ্ভুত এক কান্ড ঘটাল ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’র নায়িকা আনুশকা শর্মার ভক্ত।
‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ দেখার পরে অনমোল ইন্ডিয়া নামে এক টুইটার অ্যাকাউন্টের মালিক একটি টুইট করেছিলেন এই নায়িকাকে লিখেছিলেন- ‘আপনার নাম আমি আমার কিডনিতে লিখেছি।’
তার এমন বক্তব্য দেখে চমকে ওঠেন অনেকেই। কিডনিতে কী আদৌ কারও নাম লেখা যায় এই নিয়ে শুরু হয়ে যায় গুঞ্জন। ভক্তের এমন কান্ড দেখে বিব্রত হয়েছেন আনুশকাও। তবে প্রথমে চমকে গেলেও পরে নিজেকে সামলে নেন বলিউড অভিনেত্রী। তিনি তার সেই ভক্তকে জবাব দিয়ে বলেন ‘বাজে কথা বন্ধ করুন’।
বিডি-প্রতিদিন/৬ নভেম্বর, ২০১৬/তাফসীর-১৬