করণ জোহরের সাম্প্রতিকতম ছবি 'অ্যায় দিল হ্যায় মুশকিল' নানা কারণেই আলোচনার বৃত্তে এসেছে। এই ছবিতে ঐশ্বর্যার সঙ্গে রণবীরের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে গৃহবিবাদ লেগে গিয়েছিল বচ্চন পরিবারে। ছবিতে আছে রণবীর-অানুশকার একাধিক চুম্বন দৃশ্যও। ছবির একেবারে শুরুর দিকেই বেশ নিবিড়ভাবে চুমু খেতে দেখা গেছে রণবীর আর অানুশকাকে। ফিল্মে আরও কয়েকবার ঘনিষ্ঠ হয়েছেন দু’জনে। বেশ লেগেছে দু’জনের অনস্ক্রিন কেমিস্ট্রি। ব্যাপারটা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে নানা মহলে। তাহলে কি আনুশকা-বিরাটের প্রেমগৃহেও আগুন লেগেছে?
বিরাট কিন্তু এ নিয়ে এখনো কোন মন্তব্য করেননি। অনেকেই মনে করছেন ছবির বিভিন্ন দৃশ্য নিয়ে বিরাটের সঙ্গে আনুশকার সম্পর্কের অবনতি ঘটতে পারে। তবে সত্যি বলতে অভিনয়ের সূত্রে সহ-অভিনেতার সঙ্গে ক্যামেরার সামনে অানুশকার ঘনিষ্ঠতা অবশ্য এই প্রথম নয়। এর আগেও ‘বম্বে ভেলভেট’ কিংবা ‘এন এইচ টেন’-এর মতো ছবিতে চুম্বন দৃশ্যে অভিনয় করেছেন নায়িকা। তিনি এই ধরণের দৃশ্যে অভিনয়ের ব্যাপারে পুরোদস্তুর পেশাদার মানসিকতা সম্পন্ন। কিন্তু একজন অভিনেতা পেশাদার মানসিকতার হলেই যে তার আত্মীয়-পরিজন বা বন্ধুবান্ধবরাও একই মানসিকতা সম্পন্ন হবেন এমন তো কোনও কথা নেই। 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবিতে ঐশ্বর্যার সঙ্গে রণবীরের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে গৃহবিবাদ লেগে গিয়েছিল বচ্চন পরিবারে। শোনা গিয়েছিল, এইসব দৃশ্যের কারণে যথেষ্ট ক্ষুণ্ণ হয়েছেন ঐশ্বর্যার শ্বশুর এবং স্বামী, অর্থাৎ অমিতাভ আর অভিষেক। তাহলে রণবীর-অানুশকা চুম্বন নিয়েও কি তেমনই ক্ষুণ্ণ হলেন বিরাট?
এমনিতে এই বিষয়ে বিরাটের ট্র্যাক রেকর্ড ভাল। ইতিপূর্বে ‘এন এইচ টেন’-এ অানুশকার অভিনয় দেখে উচ্ছ্বসিত বিরাট টুইট করে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রেমিকাকে। অথচ সেই ছবিতে বেশ ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হয়েছিল অানুশকাকে। বোঝা গিয়েছিল, ব্যাপারটাকে বড় করে দেখতে রাজি নন বিরাট।
'অ্যায় দিল হ্যায় মুশকিল' এখনও বিরাট দেখেছেন কি না, জানা যায়নি। এই বিষয়ে তিনি প্রকাশ্যে প্রতিক্রিয়াও জানাননি কিছু। কিন্তু সারা দেশব্যাপী যা আলোড়ন চলছে তাতে বিষয়টি বিরাটের কানে পৌঁছায়নি, এমনটা তো হতে পারে না। কিন্তু বিষয়টিকে কীভাবে নিয়েছেন তিনি? ব্যাপার-স্যাপার যেদিকে এগোচ্ছে, তাতে কিন্তু মনে হচ্ছে, রণবীর-অানুশকার চুমু নিয়ে আদৌ ভাবিত নন ভারতের টেস্ট টিমের ক্যাপ্টেন। নিজের জন্মদিনে রাজকোটে অানুশকার হাত ধরে ঘুরতে দেখা গেছে বিরাটকে। বোঝাই যাচ্ছে, পর্দায় প্রেমিকা যা-ই করুন না কেন, তাতে চিড় খায়নি বিরাট-অনুশকার সম্পর্কে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ