বলিউড অভিনেতা অক্ষয় কুমার ভারতের মহারাষ্ট্রের যাবাতমল জেলার একটি গ্রাম দত্তক নিতে যাচ্ছেন। জেলার কালেক্টর সচিন্দ্র প্রতাপ সিংহ শনিবার এ সংক্রান্ত একটি প্রস্তাবে সাক্ষর করেছেন।
প্রতাপ সিংহ জানান, "কৃষকদের আত্মহত্যা কবলিত একটি গ্রাম দত্তক নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন অক্ষয়। এরপর সরকার জেলা প্রশাসনের কাছে তিনি এমন একটি গ্রাম সুপারিশ করতে বলে যেখানে কৃষক-আত্মহত্যার হার সবচেয়ে বেশি।"
তিনি আরও বলেন, "সম্প্রতি রাজ্যের অর্থমন্ত্রী সুধীর মুঙ্গান্টিওয়ারের সঙ্গে মুম্বাইয়ে দেখা করেন অক্ষয়। বৈঠকের সময় কৃষকদের দূরাবস্থার কথা অক্ষয়কে জানান অর্থমন্ত্রী। ক্ষতির সম্মুখীন হয়ে একের পর এক কৃষক কীভাবে আত্মহত্যা করছেন সেই বাস্তব চিত্র তুলে ধরা হয়।"
এরপর রেসিডেন্ট ডিস্ট্রিক্ট কালেক্টর (আরডিসি) রাজেশ খাওয়ালে 'পিম্পরি বাটি' নামে একটি গ্রামের প্রস্তাব দেন, যেখানে কৃষক আত্মহত্যার সংখ্যা অনেক বেশি। সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে এই সুপারিশ। যদিও এ নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি অক্ষয় কুমারের অফিস।
বিডি-প্রতিদিন/৭ নভেম্বর, ২০১৬/তাফসীর-২