বলিউড পাড়ায় কান পাতলেই বেশ কিছুদিন ধরেই একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। ফারহান আখতারের সঙ্গে নাকি চুটিয়ে প্রেম করছেন শ্রদ্ধা কাপুর। তারা একে অপরের সঙ্গে ডেটও নাকি করছেন। সেই প্রসঙ্গে প্রথমবার মুখ খুললেন হালের বলিউড ডিভা শ্রদ্ধা কাপুর।
বলিউড অভিনেতা-পরিচালক-প্রযোজক ফারহান আখতারের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে শ্রদ্ধা বললেন, "আমি এখনও সিঙ্গেল। আর এই সিঙ্গেল লাইফ আমি দারুন এনজয় করছি। অবশ্য প্রথমে আমি এই সমস্ত খবর শুনে খুব রেগে গিয়েছিলাম। আমার বাবা-মা আমাকে শান্ত করেন। তারা আমাকে বোঝালেন যে, গুজব জীবনেরই অঙ্গ। সিঙ্গল হয়ে আমি খুবই খুশিতে আছি।"
বলিউড ডিভা শ্রদ্ধা আরও বলেন, ‘আমি বুঝতে পারি না, কীভাবে লোকে এরকম গুজব তৈরি করে। এটা খুবই অশোভনীয় একটা কাজ। এরকম একটা গুজব রটানোর সময়, যার সম্পর্কে গুজব রটানো হচ্ছে, তার সম্মানের কথা ভাবা উচিত। কাউকে অসম্মান করার অধিকার কারও নেই।’
খুব শীঘ্রই শ্রদ্ধা কাপুর এবং ফারহান আখতারের রসায়ন ‘রক অন টু’ ছবিতে তে দেখা যাবে। ১১ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।
বিডি-প্রতিদিন/৭ নভেম্বর, ২০১৬/তাফসীর-১৬