২৫ নভেম্বর নাকি সালমান-ইউলিয়ার বিয়ে হবার কথা ছিল। তাই পুরো বলিউড অধীর আগ্রহে অপেক্ষায় ছিল দিনটির জন্য। এই বিয়ে নিয়ে পাড়া–পড়শির ঘুম উড়লেও পাত্রী ইউলিয়ার কোন খোঁজ নেই। আর পাত্র সালমানও এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন বসেছেন। তাই নতুন করে আবারও সালমানের বিয়ে নিয়ে তৈরি হয়েছে রহস্য।
দীপাবলির সময় গোয়াতে ছুটি কাটাতে যান সালমান খান পরিবার। তখনও ইউলিয়াকে সেখানে দেখা যায়নি। শোনা গিয়েছিল ভিসা নিয়ে সমস্যা দেখা দেওয়াতে দেশে ফিরে গেছেন রোমানিয়ান অভিনেত্রী। সমস্যা সমাধান হয়ে গেলেই ফের চলে আসবেন তিনি সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে। কিন্তু না, তিনি এলেন না।
তবে ইউলিয়ার ঘনিষ্ঠরা বলছেন, "সালমানের তাদের বিয়ে নিয়ে অনীহার কারণেই নাকি তার ওপর ভীষণ চটেছেন ইউলিয়া। যতদিন না সম্পর্ক নিয়ে সালমান কোনও সিদ্ধান্ত নিচ্ছেন না, ততদিন ইউলিয়া আর ফিরবেন না।"
তাহলে সালমান-ইউলিয়ার এই সম্পর্কটাও বিচ্ছদের পথেই হাঁটছে বলে ধারণা করা হচ্ছে। সাবেক প্রেমিকা ক্যাটরিনার সঙ্গে সালমানের ফের ঘনিষ্ঠতা তো সেদিকেই ইঙ্গিত করছে।
বিডি-প্রতিদিন/৭ নভেম্বর, ২০১৬/তাফসীর-১৮