শুটিং করতে গিয়ে ভারতে লেকের পানিতে তলিয়ে গেছে দুই কন্নড় অভিনেতা। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
কর্ণাটকের প্রখ্যাত অভিনেতা দুনিয়া বিজয় দুই অভিনেতা অনিল এবং উদয়ের সঙ্গে নতুন ছবি ‘মস্তি গুড়ি’-এর শুটিং করছিলেন। শুটিং চলছিল বেঙ্গালুরু থেকে ৩৫ কিলোমিটার দূরে এক জনশূন্য এলাকায়। সোমবার বিকেল ৩টার দিকে ছবির ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিং চলছিল। শুটিংয়ের প্রয়োজনে ৫০ ফুট উচ্চতায় উড়তে থাকা হেলিকপ্টার থেকে ঝাঁপ দিয়েছিলেন ওই তিন অভিনেতা। এরপর বিজয় সাঁতরে লেক পার হলেও তলিয়ে যান অনিল এবং উদয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভারতের সংবাদ মাধ্যমগুলোতে জানানো হয়, বিজয় ছাড়া অন্য দুই অভিনেতার পর্যাপ্ত সুরক্ষা ছিল না। এমনকি এই ধরনের শুটিং করার সময় যে পরিমাণ জরুরি পরিষেবা প্রয়োজন তাও ছিল না। শুটিং সেটে ব্যবস্থা না থাকায় উদ্ধার কাজ শুরু হতে বেশ খানিকটা দেরি হয়। কিন্তু তখন আর কোনো খোঁজ পাওয়া যায়নি ওই দুই অভিনেতার। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো তাদের খোঁজ পায়নি উদ্ধার কর্মীরা।
পুলিশের ধারণা, নিশ্চিত দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অনিল এবং উদয়।
ভিডিও:
বিডি-প্রতিদিন/এস আহমেদ