এবার মুক্তি পেল ‘ডিয়ার জিন্দেগি’র তৃতীয় টিজার। টিজারটির নাম ‘লাভ, ব্রেকআপ, রিপিট’। টিজারের দৃশ্যে শাহরুখের সঙ্গে ‘বিরক্তিকর’ সম্পর্ক নিয়ে আলোচনা করছেন আলিয়া।
তৃতীয় টিজারে মুখ দেখিয়েছেন কুণাল কাপুর, ইরা দুবেও। পরিচালক গৌরী শিণ্ডের ইচ্ছা, ট্রেলার নয়, এর পরিবর্তে ছবির ছোট ছোট টিজার প্রকাশ করবেন তিনি। যাতে দর্শকরা ছবির গল্প ধরতে না পারেন।
আগামী ২৫ নভেম্বর মুক্তি পাচ্ছে ছবিটি। ছবিতে রয়েছে পাক অভিনেতা আলি জাফর, কুণাল রায় কাপুর। ছবিটি প্রযোজনা করছে শাহরুখের রেড চিলিজ এন্টারটেনমেন্ট এবং করণ জোহরের ধর্মা প্রোডাকশন। দেখুন সেই টিজারটি-
বিডি প্রতিদিন/০৮ নভেম্বর ২০১৬/হিমেল-১১