সময়টা মন্দ যাচ্ছে না হৃতিক রোশনের। ‘ব্যাং ব্যাং,’ ‘ক্রিশ ৩,’ ‘মহেঞ্জোদড়ো,’—একের পর এক ছবি ফ্লপ খাচ্ছে। তবুও মুক্তি পাওয়ার আগেই ৬৫ কোটি টাকায় বিক্রি হয়ে গেল তার পরবর্তী ছবি ‘কাবিল’–এর স্বত্ত্ব।
ছবিটির দেশীয় স্বত্ত্ব বিক্রি হয়েছে ৫০ কোটি টাকায়। ১৫ কোটি টাকায় বিকিয়েছে আন্তর্জাতিক স্বত্ত্ব। অবশ্য হিসেব কষেই টাকা ঢেলেছিলেন হৃতিকের বাবা এবং ছবির প্রযোজক রাকেশ রোশন। ছেলের আগের তিনটি ছবি লাভের মুখ দেখেনি। কঙ্গনা রানাওয়াতকে নিয়ে বিতর্কও পিছু ছাড়ছে না। তাই কম খরচে ‘কাবিল’–এর শ্যুটিং সারতে নির্দেশ দিয়েছিলেন পরিচালক সঞ্জয় গুপ্তাকে। হয়েছেও তাই।
ছবির প্রচারে অবশ্য কমতি রাখছেন না প্রযোজক। টেলিভিশনের সবক’টি অনুষ্ঠানেই মুখ দেখাবেন হৃতিক ও ছবির নায়িকা ইয়ামি গৌতমী। আগামী বছর ২৬ জানুয়ারি মুক্তি পাবে ‘কাবিল।’ ওই একই দিনে মুক্তি পাওয়ার কথা শাহরুখ খানের ‘রইস’–এর। রাজনৈতিক বিতর্কের জেরে শাহরুখের ছবির ভবিষ্যত এখনও অনিশ্চিত। সেই সুযোগেই বাজিমাত করলেন হৃতিক।
বিডি প্রতিদিন/০৮ নভেম্বর ২০১৬/হিমেল-১৭