ফের মা হতে চান কিম কারদাশিয়ান। কিন্তু এবার নিজে সন্তানধারণ না করে সারোগেসির পথে হাঁটতে চান তিনি।
সংগীতশিল্পী কেনিয়ে ওয়েস্টের সঙ্গে তার দুই সন্তান রয়েছে। ১০ মাসের ছেলে সেন্টও তিন বছরের মেয়ে নর্থ। তবে কিম এবং কেনিয়ে দু'জনেরই ইচ্ছে, তাদের পরিবার আরও বড় হোক।
রিয়্যালিটি শো ‘কিপিং আপ উইথ দ্য কারদাশিয়ান্স’এর আগামী পর্বের প্রোমোয় দেখা গিয়েছে, কিম তার বোনদের কাছে ফের মা হওয়ার ইচ্ছে প্রকাশ করছেন। আগের দু'বার মা হওয়ার সময় তার শারীরিক অসুস্থতার ফলে জটিল সমস্যা হয়েছিল। প্রাণহানির আশঙ্কা পর্যন্ত দেখা দিয়েছিল কিমের। এবার ঝুঁকি নিতে চাইছেন না। তার বদলে সারোগেসির অপশনটাই বেশি মনে ধরেছে তার।
প্রোমো দেখে মনে হচ্ছে, কিমের এই সিদ্ধান্তে তার মা ক্রিস জেনার একেবারে হতবাক হয়েছেন। হয়তো সারোগেসির রাস্তাটা ঠিক পছন্দ হয়নি তার। কিম এবং কেনিয়ে তৃতীয় সন্তান নেবেন কি না, সেটা সময়ই বলবে। তবে এই ধরনের হাই-প্রোফাইল সারোগেসির জন্য যে লাইন পড়ে যাবে, সেটাই বোঝা যাচ্ছে।
বিডি-প্রতিদিন/ ০৮ নভেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন